সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অনন্ত ও রাধিকার বিবাহ। যেখানে একাধিক বলি তারকাকে দেখা গিয়েছে পারফর্ম করতে। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বাঙালি তারকা। দেখা গিয়েছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রুক্মিণী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়কে।

মঙ্গলবার সমাজমাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করে শ্রীলেখা (Sreelekha Mitra) লেখেন, ‘‘নোংরা এগজ়িবিশনিজ়ম (প্রদর্শনকামিতা) চলছে, মানুষ সেগুলো গিলছে। এখানকার তারকারা ভাড়া করা জামা আর গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছে, তারা ভিভিআইপি।’’ শ্রীলেখা আরও লেখেন, ‘‘ব্যক্তিগত এবং মর্যাদা বলে আর কিছু রইল না।’’

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে শ্রীলেখা (Sreelekha Mitra) বললেন, ‘‘আমাদের এখানেও তো টাকা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের নিয়ে যাওয়া হয়। আমি আজ পর্যন্ত যাইনি। কাউকে চিনি না। উপহারটাও স্পনসর্ড! আমি শুধু গিয়ে ছবি তুলব। এটা পারব না।’’ কথা প্রসঙ্গেই নিজের বিয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে শ্রীলেখা বলেন, ‘‘আমি তো যাঁদের সঙ্গে কাজ করি, তাঁদের আমন্ত্রণ করেছিলাম।’’ শ্রীলেখার মতে, ভারতের মতো দেশে ধনী হওয়াটা কোনও অপরাধ নয়। কিন্তু অভিনেত্রীর কথায়, ‘‘যে দেশে মানুষ দু’বেলা পেট পুরে খাবার পাবে কি না জানে না, সেখানে এই জাহির করাটা অপরাধ।’’

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ইলিশ লেজ ভর্তা

Image source-Google

By Torsha