সমাজসেবী সঞ্জীব দাসের স্মরণে,পিংকি দাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিমপাড়া বালক সংঘ ক্লাবে।

প্রসঙ্গত,এবারের লোকসভা ভোটের আগেই বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় খুন হন সমাজকর্মী সঞ্জীব দাস ওরফে পটলা।সারাবছর নানান সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতেন সঞ্জীব দাস,এবং তার স্ত্রী তথা রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পিংকি দাস।মানুষের বিপদে আপদে একডাকেই তারা হাজির হতেন।তবে হঠাৎই সঞ্জীব দাসের প্রাণ চলে যাওয়ায় এখনও শোকাহত সঞ্জীবের পরিবার পরিজনদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও।

তবে স্বামীর অসম্পূর্ণ প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করতে চান পিংকি দাস।আর তাই শুক্রবার অর্থাৎ ৫ ই জুলাই স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন তিনি।ঠিক বিকেল ৪ টে নাগাদ পশ্চিমপাড়া বালক সংঘ ক্লাবে এই অনুষ্ঠান শুরু হয়।

আর এই মহতী এই কর্মসুচি পালনে এদিন উপস্থিত হয়েছিলেন,- রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,বিধাননগর পৌরনিগম ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল,রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেস সহ-সভাপতি শুভেন্দু ঘোষ,এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পিংকি দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।জানা গিয়েছে,এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন মানুষ রক্তদান করেন।এবং স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় ৭০ জন মানুষ।

প্রসঙ্গত,এই এলাকায় অনেক দরিদ্র মানুষ বাস করে।তাই সঞ্জীব দাস দেবরাজ চক্রবর্তীর কাছে আবেদন করেছিলেন যেকোনো অনুষ্ঠানের জন্য একটি কমিউনিটি হল গড়ে তোলার।এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে সঞ্জীবের এই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে বলেও জানান এদিন দেবরাজ চক্রবর্তী!

আরো দেখুন:Saswata Chatterjee: অন্তঃসত্ত্বা দীপিকার সাথে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন শাশ্বত