হকার উচ্ছেদের প্রক্রিয়া শুরু করল টাকি পৌরসভা ও হাসনাবাদ থানার পুলিশ!

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৪,১৫ নম্বর ওয়ার্ডে হাসনাবাদ বনবিবি সেতু সংলগ্ন ও হাসনাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারের বিভিন্ন রাস্তা থেকে হকারদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করল হাসনাবাদ থানার পুলিশ।

হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও হাসনাবাদ পৌরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে। সঙ্গে ছিলেন টাকি পৌরসভার পৌর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় ও উপ পৌরপ্রধান ফারুক গাজী।

তারা হকারদের বলেন,-আজ আমরা মুখে বলছি, কাল থেকে বাস্তবে করে দেখাবো, আপনাদের এক মাসের মধ্যে টাকি পৌরসভায় ফরম ফিলাপ করুন আপনাদেরকে পূর্ণবাসন দেওয়া হবে।

পাশাপাশি আরো বলেন,- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফুটপাত হাকারদের দশ হাজার করে টাকা ওই একটি করে টলি গাড়ি দেওয়া হবে। রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে হকার সহ বিভিন্ন ব্যবসায়ীদের, তাদের দিনানা দিন খাওয়া রুটি রোজগার বন্ধের পথে, তাদের দাবি আপাতত যেটা বলে গেলেন প্রশাসনের পক্ষ থেকে সেটা যদি কার্যকরী হয় তাহলে আমরা খানিকটা সুরাও পাব। কিন্তু আপাতত আমাদের তো ব্যবসা বন্ধ হল এখন আমরা কোথায় যাব, এই নিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের মধ্যে।

 

আরো দেখুন:Ashoknagar:অশোকনগর থেকে গ্রেফতার এক দাগী আসামি!উদ্ধার ২ লিটার ৫০০ কোডাই মিক্সাচার!