অশোকনগর থেকে গ্রেফতার এক দাগী আসামি!উদ্ধার ২ লিটার ৫০০ কোডাই মিক্সাচার!
পুলিশের টহলদারির সময় সন্দেহভাজন এক যুবককে অশোকনগর পুরানো ধান কল এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এদিকে,ডিউটি অফিসারের তার হাতে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে।সেই সময় তাকে তল্লাশি করে, তার কাছ থেকে উদ্ধার হয় 2,5 লিটার কোডআইন মিকচার।
ঘটনাস্থলে খবর পেয়ে উপস্থিত হন, এইচডিপিও প্রসেনজিৎ দাস অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর ও অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্তের নাম মনিহার মন্ডল। বয়স ৩৬ বছর,বাড়ি বাদুড়িয়া।
কি কারনে বা কোথায় নিয়ে যাচ্ছিল এই অবৈধ কোডাইন মিকচার? কাকে বেচার জন্য নিয়ে আসা হয়েছিল? সেই নিয়ে তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলশি।
পাশাপাশি অশোকনগর এলাকা থেকে একের পর এক চুরি ঘটনা ঘটেই চলছিল। নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ থেকে পুলিশ প্রশাসন। অবশেষে ধরা পড়লো চোরের পান্ডা উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী।
এই নিয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন,- আমরা প্রতিদিনের মতন অশোকনগর পুরানো ধানকল মোড়ে চায়ের দোকানে আড্ডা মারছিলাম। তখন দেখি একটি আরটিগারি পুলিশ ভ্যান টহল দিচ্ছিল। ওই যুবক পুলিশ ভ্যানকে দেখে পালানোর চেষ্টা করে। ডিউটি থাকা অফিসার তাকে দৌড়ে ধরে ফেলে।
এই নিয়ে প্রত্যক্ষদর্শী গুপি মজুমদার বলেন অশোকনগর থানা কে সাধুবাদ জানাবো।
আরো দেখুন:Solanki Roy: সোহমের সাথে সম্পর্ক নিয়ে কি বললেন নায়িকা?