বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধার!চাঞ্চল্য এলাকা জুড়ে!ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ধরমপুরের সদাগরটোলা এলাকায়।

জানা গিয়েছে, পাখিটিকে স্থানীয় এক বাসীন্দা আপাতত নিজের হেপাজতে রেখে খবর দিয়েছেন বন দফতরে। স্থানীয়দের বক্তব্য, সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন।পাখিটি উড়তে পারছিল না। বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন।

তাদের কথায়, মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনও ভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দফতর এসে পাখিটিকে উদ্ধার করে কোনও নিরাপদে আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক।

 

আরো দেখুন:Kakoli Ghosh Dastidar:স্বয়ং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হলো বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে