মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত নারকেল বরফি। এই রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ

১. নারকেল বাটা ১ কাপ

২. এলাচ গুঁড়া আধা চা চামচ

৩. লবণ পরিমাণমতো

৪. চিনি এক কাপ

৫. গুঁড়া দুধ আধা কাপ

৬. ঘি ১ টেবিল চামচ ও

৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।

পদ্ধতি:

প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ দিন মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।

তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন মজাদার নারকেলের বরফি।

আরো পড়ুন: Soni Rajdan: বড় জালিয়াতির হাত থেকে রক্ষা পেলেন সোনি রাজদান

Image source-Google

By Torsha