বৃহস্পতিবারের বিকেল থেকে হঠাৎ বৃষ্টি মন ভালো করে দিয়েছে দীর্ঘদিন গরমে ভুগতে থাকা মানুষদের। অভিনেত্রী শ্রুতি দাসও (Shruti Das) তার ব্যতিক্রম নন। গামছা জড়িয়ে সটান উঠে পড়লেন ছাদে। বৃষ্টিভেজার ভিডিয়ো ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। ভিডিয়োর সঙ্গে লেখা, ‘মানুষ ভাবেন সেলেব্রিটিরা গামছা ব্যবহার করেন না। তারা সব সময় তোয়ালে ব্যবহার করেন। কিন্তু আমি ছোট থেকেই গামছা গায়ে বৃষ্টিতে ভিজি।’

কিন্তু এমন মন্তব্য করলেন কেন শ্রুতি? এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, “অনেকেই আমার জীবনযাপন নিয়ে কটাক্ষ করে। আমি গামছা গায়ে দিয়েই ভিজব, তাতে যদি মানুষ লোকদেখানো ভাবেন, আমার কিছু করার নেই।” মাটির কাছেই থাকতে চান শ্রুতি (Shruti Das)। তাই তার এমন বক্তব্য।

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে বৃষ্টির মধ্যে কাজলের তোয়ালে গায়ে জড়িয়ে নাচের দৃশ্য এখনও চর্চিত। এই প্রসঙ্গে শ্রুতির বক্তব্য, “কাজলের মতো আমিও অনায়াসেই প্রকাশ্যে বৃষ্টির মধ্যে নাচতে পারি। এটা তো একটা আলাদা ফ্যান্টাসি। তবে ওঁর তোয়ালে ছিল, আমার গামছা থাকবে।”

আরও পড়ুন: Sudip Mukherjee: ট্রোল্ড হতেই বিস্ফোরক মন্তব্য করলেন সুদীপ মুখোপাধ্যায়

Image source-Google

By Torsha