ফের কালবৈশাখীর সম্ভাবনা (Weather Update) দক্ষিণবঙ্গে। তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার ও আগামীকাল রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Ultima) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত কলকাতা ও শহরতলির আশেপাশে ১২ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গায় মাঝে মাঝে বজ্যবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভবনা।
বজ্রপাত এবং বজ্রঝড়ের সময় বাড়ির ভেতরে থাকার সতর্কবার্তা আবহাওয়াবিদের।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৯.৫-৩১.৫/২১-২৩
👉বৃষ্টি: বিচ্ছিন্ন আলো থেকে মাঝারি
👉মেঘলা: আংশিক থেকে মেঘলা
👉বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা এবং ঝড়
👉 বায়ু: বহুমুখী
👉 বজ্রপাত: মাঝারি থেকে উচ্চ
👉উষ্ণ: মাঝারি
👉আদ্রঃ উচ্চ
👉আরাম: ভালো থেকে পরিমিত
জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দফায় দফায় দিনভর। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে কলকাতায় ঝড়-বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে নেমেছে।
আরও পড়ুন:Shreelekha Mitra: আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় কেমন ফল করলেন শ্রীলেখার মেয়ে?