দু চোখে নেই দৃষ্টি,তাও মাধ্যমিকে ভালো ফলাফল করে,গ্রামের মুখ উজ্জ্বল করল মালদার এক মেয়ে!মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধাগাছ এলাকায় বাড়ি আফরিদা পারভিনের।
বয়স ১৬ বছর।বাবার নাম মহম্মদ পিয়ার আলি।আফরিদা জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন। দুচোখেই দেখতে পায়না। তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময়। তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফরিদা।আফরিদা ছোট বেলায় মঙ্গলবাড়ী আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে।এরপরে শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয়।
দুজন রাইটারের সাহায্য নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেয় সে। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। তাতেই জন্মান্ধ আফরিদা নজরকাড়া ফল করে। তার ঝুলিতে আসে ৫৬৪ নম্বর আসে। যা শতাংশের বিচারে আশি শতাংশের উপর।
স্বভাবতই আফরিদার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবার পরিজনদের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।