তাপপ্রবাহের গ্রাসে গোটা বাংলা।আলিপুর আবহাওয়া (Weather) দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টার পর আরো তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা ২ ডিগ্রী বাড়তে চলেছে। রবিবার থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা গড়ে ৪২ডিগ্রী থাকবে।আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌছবে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের দাবি গত ৪৪ বছরে এই পরিমাণ গরম কখনো এর আগে কলকাতায় পড়ে নি। শেষবার ১৯৮০ সালের এপ্রিল মাসে কলকাতায় গরম পড়েছিল ৪১.৭ডিগ্রি। তবে সেই সব রেকর্ড রবিবার ভেঙে দিতে পারে প্রকৃতি।

রবিবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছানোর পর আগামী কয়েক দিন এই একই তাপমাত্রা বজায় থাকবে মহানগরীতে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি এই তীব্র দহনের হাত থেকে রক্ষা পাচ্ছে না এবার উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, কালিংপং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও উত্তরের বাকি সব কটি জেলাতে গরম বৃদ্ধি পাবে। উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে তাপপ্রবাহের লাল সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

 

আরো দেখুন:Lok Sabha election 2024:মাথায় টোকা ও গরুর গাড়ি নিয়ে বাগদা কৃষক বাজারে সকাল সকাল প্রচার সারলেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস