মাথায় টোকা ও গরুর গাড়ি নিয়ে বাগদা কৃষক বাজারে সকাল সকাল প্রচার সারলেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। সুর চরলেন পেট্রোল ডিজেল ও সারের দাম নিয়ে।

উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন সকালে বাগদা বাজারে মাথায় টোকা পড়ে সঙ্গে গরুর গাড়ি নিয়ে বাগদা বাজারে প্রচার শুরু করেন। বাগদাতে এদিন হাট থাকায় বাগদা কৃষক বাজারে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পেট্রোল, ডিজেল ও সারের দামের বৃদ্ধির কারণে ফসলের লাভ কেমন হচ্ছে সে প্রসঙ্গে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। বাগদার উন্নয়নকে সামনে রেখে তাকে সুযোগ দেওয়ার জন্য আবেদন জানান সাধারণ মানুষের কাছে।

প্রচারের মাঝে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস জানিয়েছেন, কৃষকদের সঙ্গে কথা বললাম পেট্রোল ডিজেল ও সারের দাম বৃদ্ধির কারণে তাদের ফসলের লাভ কমেছে। এই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত নীতির কারণে কৃষকরা সমস্যার সম্মুখীন। কৃষকরা এর বিচার করবে।

 

 

আরো দেখুন:Mithun Chakraborty:প্রখর রোদে কান্দিতে জনসভা সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী