দুকানের প্রচারের সময় জানা যায় সোহম মজুমদার (Soham Majumder) সুযোগ থাকলে সারোগেট সন্তানের বাবা হতে চান। কর্মাশিয়্যাল সারোগেসি এখন ভারতে নিষিদ্ধ। সারোগেসির মাধ্যমে নিজে সন্তান ধারণ করতে চান কিনা, সেই নিয়ে প্রশ্ন রাখা হলে, আনন্দবাজার অনলাইনকে সোহম বলেন, ‘কেন নয়? যদি আমার কাছে সেই প্রিভিলেজ থাকে তাহলে না হওয়ার মতো কিছু নেই। এটা খুব ব্যায়বহুল একটা প্রক্রিয়া। এই মুহূর্তে ভারতে সারোগেসি নিষিদ্ধ। তবে যদি আইনে কিছু বদল আসে, বিষয় আইনসিদ্ধ হয় তাহলে আমি এর মধ্যে অসুবিধার কিছু দেখছি না।’
সারোগেসির মাধ্যমে বলিউডের অসংখ্যা তারকা সন্তানলাভ করেছেন। শাহরুখের ছোট ছেলে আব্রাম, আমির পুত্র আজাদ, শিল্পা শেট্টি কন্যা, করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি, একতা কাপুর পুত্র রবি, তুষার কাপুর পুত্র লক্ষ্য, সকলেই জন্মেছে সারোগেসির মাধ্যমে।
অন্যদিকে নিবেদিতা অনলাইনকে শোলাঙ্কি জানান,’আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি সন্তান দত্তক নেব। সত্যি আমি চাই। আমি একটা মেয়ে আর আরেকটা ছেলেকে দত্তক নিতে চাই। কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে, একজন ভালো পুরুষ মানুষ তৈরি করাটা জরুরি। যাঁর মধ্যে সব নীতিবোধ থাকবে। একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার। যে মহিলাদের বুঝবে। তবে নিঃসন্দেহে এটা হাইপোটেথিক্যাল ইচ্ছে’।
দুজনের ইচ্ছাটা মোটামুটি এক হওয়ার কারণে আবারও তাদের নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে দুজনেই এসবে বেশি পাত্তা দেননা। শোলাঙ্কির সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা সোহম (Soham Majumder) জানিয়েছিলেন, ‘আমি জানি, আমি একজন পাবলিক ফিগার, তাই আমি এগুলো আটকাতে পারব না। মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকবেই। সেটা নিয়ে আমি বেশি কথা বলতে পারব না, তবে আমি এই ব্যাপারগুলো নিয়ে পাত্তা না দিতেই জবাব দিতে চাই।’
Image source-Google