দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে কোলাঘাটের দেরিয়াচক অঞ্চলের।পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কোলাঘাট ব্লকের বেলিয়াচক অঞ্চলের হিরাপুর এলাকায় দীর্ঘ দিন ধরে ছিল কাঠের সেতু। কিন্তু সেই কাঠের সেতুটি ভগ্নাংশ অবস্থায় ছিল।

এরফলে প্রতিদিন সেখানে দুর্ঘটনার শিকার হত গ্রামবাসীরা।এই কাঠের সেতুতে কখনো সাইকেল নিয়ে স্কুল পড়ুয়া বা মোটর সাইকেল নিয়ে খালেতে দুর্ঘটনার কবলে পড়ত।এদিকে বারবার বলেও এরপর হুশ ফেরেনি প্রশাসনের।এমন অবস্থায় ক্রমাগত বিক্ষোভ করেন গ্রামবাসীরা।

অবশেষে আজ প্রশাসনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এবং কোলাঘাটের পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার উপস্থিতিতে নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস অনুষ্ঠান সুসম্পন্ন হয়।দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী।

 

 

আরো দেখুন:Mahira Khan: বিয়ের কিছু মাসের মধ্যেই স্বামীর কোন বদভ্যাসের সাথে মানিয়ে নিতে হচ্ছে মাহিরাকে?