শুক্রবার মুম্বই বিমানবন্দের দেখা যায় অভিনেত্রী আয়েশা তাকিয়াকে (Ayesha Takia)। বেশ অনেকটা সময় পরেই দেখা মিলল তার। আর দেখা পাওয়ার পর থেকেই শুরু হয়েছে চারিদিকে তার রূপ নিয়ে বিশ্লেষণ। তবে এই প্রথম নয়, ২০১৭ সাল থেকেই তার চেহারার নানা পরিবর্তন ঘটে। তিনি নাকি প্লাস্টিক সার্জারি করে নাকি ঠোঁটের আদল সম্পূর্ণ বদলে ফেলেছেন। বলিউডে তার খুব একটা দেখা না মিললেও তার চেহারা সর্বদাই থেকেছে চর্চায়। অবশেষে এসব কিছুর জবাব দিলেন আয়েশা (Ayesha Takia)।
শুক্রবার থেকে আয়েশার রূপ নিয়ে যে কাঁটাছেড়া শুরু হয়েছে তাতে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘‘মানুষ কী ভাবে তোমাকে দেখবে সেটা তোমার হাতে নেই। তুমি যাই করো না কেন, সেটা বিচার হয় অন্য মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে। হয়তো তার সঙ্গে তোমার তেমন কোনও সম্পর্ক নেই। শুধু তুমি তোমার কাজ করে যাও মন দিয়ে।’’
আরও পড়ুন: Jonogorjon Sova:উত্তর ২৪ পরগনা জেলা চেয়ারম্যানের ডাকে হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে জনগর্জন সভা
Image source-Google