গত সপ্তাহে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত “পারিয়া” (Pariah)। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। পথকুকুরদের ওপর করা অত্যাচারকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিনেমা। মুক্তির পর নন্দন ২ তে এই সিনেমা জায়গা পেলেও শুক্রবার থেকে ছবিটি তুলে নেওয়া হয়েছে।

তাঁদের তরফে একটি বিবৃতি প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা হয়েছে, ‘‘টানা সাত দিন ‘পারিয়া’ নন্দন ২ তে অ্যাডভান্স হাউসফুল হওয়া সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে ‘পারিয়া’ (Pariah) জায়গা পেল না ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে।’’ এরই সঙ্গে সেখানে লেখা হয়েছে, ‘‘এর পর আবার নন্দন কর্তৃপক্ষ ‘পারিয়া’র প্রদর্শনী করবেন কি না, তা আমাদের জানা নেই। আমরা মর্মাহত।’’

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে তথাগত বললেন, ‘‘শুরু থেকেই অগ্রিম বুকিং ভাল ছিল। রাজ্যে একাধিক প্রেক্ষাগৃহে আমাদের ছবি হাউসফুল। নন্দন সেখানে বাড়তি মাত্রা যোগ করে। কিন্তু চলচ্চিত্র উৎসব আছে বা ছবিটা নামিয়ে নেওয়া হচ্ছে, তা আমাকে জানানো হয়নি।’’

তথাগত আরো বললেন, ‘‘ছবিটা যে দর্শককে একটা বড় ধাক্কা দিতে পেরেছে সেটা বোঝাই যাচ্ছে। তা ছাড়া শুরু থেকেই ইন্ডাস্ট্রির একাধিক মানুষ আমাদের সমর্থন করেছেন। কিন্তু এখন দর্শককে এই ভাবে বঞ্চিত হতে দেখে খারাপ লাগছে।’’

আরও পড়ুন:Johnny Lever: শাহরুখের সাথে অভিনয় করা ঝকমারি ব্যাপার, জানালেন জনি লিভার

Image source-Google

By Torsha