এ যেনো নিখাদ প্রেমের জলজ্যন্ত উদাহরণ!হুইল চেয়ারে বসে রয়েছেন প্রেমিক। তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছে তাঁরই প্রিয়তমা। প্রেমদিবসে অনন্য প্রেমের এক অদ্ভুত নিদর্শনের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।আর এই ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ সকলেই।

সদ্য শেষ হয়েছে প্রেম দিবস।ভ্যালেটাইন্স ডে’র হাজারো খবরের মাঝেই শিরোনামে এসেছে এমন এক প্রেমকাহিনী যা দেখে চোখে জল নেটপাড়ার।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে,হুইল চেয়ারে বসে রয়েছেন সবুজ পাঞ্জাবি পরা এক যুবক। কোনও কারণে সেই যুবক হয়ত হাঁটতে অক্ষম। তবে সেই যুবকের অক্ষমতা পূরণ করে দিয়েছেন তার সঙ্গিনীটি। প্রেম দিবসের দিন যখন অন্যান্য যুগলেরা হাতে হাত রেখে শাসন করছেন শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, তখন নিজের প্রিয় মানুষটিকে হুইল চেয়ারে করে শহরের রাস্তায় ঘুরে বেড়ালেন এই তরুণী।

তরুণীর এই মানসিকতাকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। প্রেম বা ভালবাসায় কোনও কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেই কথাই যেন ফের একবার প্রমাণ করলেন এই তরুণী।

 

আরো দেখুন:Johnny Lever: শাহরুখের সাথে অভিনয় করা ঝকমারি ব্যাপার, জানালেন জনি লিভার