লোন পরিসদের নাম করে গ্রামবাসীদের টাকা লুট করছে ব্যাঙ্ক!এমনিই অভিযোগকে কেন্দ্র করে উতপ্ত মালদার বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রাম।
মাসের পর মাস ধরে লোন পরিসদের নাম করে গ্রামবাসীদের টাকা লুট করছে ব্যাঙ্ক। এমনিই অভিযোগকে কেন্দ্র করে উতপ্ত মালদার বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রাম।
এলাকাবাসীরা জানান,এস কে নামক একটি সংস্থার কাছ থেকে ২০২১ সালে লোন নেওয়া হয়েছিল। অভিযোগ,প্রায় ৭০ হাজার টাকার মতো লোন দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ করা হয়ে গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি। এখনও তাদের ৭৮ হাজার টাকা, আবার কখনো বলা হছে ৬৫ হাজার টাকার লোন বাকি রয়েছে।
এদিন বেসরকারি সংস্থার কর্মীরা এলাকায় এলে স্থানীয়বাসিন্দারা তাদেরকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকে। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। অবশেষে ওই সংস্থার লোন রিকোভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায়।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার।