উত্তরপ্রদেশ, মুম্বইয়ের পর এবার বাংলাতেও যোগীর স্টাইলে বুলডোজার অ্যাকশন! ভেঙে দেওয়া হল মালদার অবৈধ দোকান! কেন ঘটল এই ঘটনা?কিন্তু তার আগে আপনাকে জানতে হবে মালদায় দালাল চক্রের সক্রিয়তার ঘটনা!

বিগত কয়েকদিনে আগে মালদায় মানিকচকে ব্লক প্রসাশনিক ভবনে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের আয়োজিত করা হয়। আর এই শিবিরে দীর্ঘক্ষণ লাইন দিলেও মিলছে না কার্ড। কিন্তু দালালের হাতে যদি দেওয়া হয় ৭০০ টাকা, তাহলে লাইন না দিয়েও সাথে সাথেই মিলছে স্বাস্থ্য সাথী কার্ড। এই ঘটনা উঠে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বুলডোজার অ্যাকশনের ভূমিকার অবতীর্ণ হল মানিকচকের ব্লক প্রশাসন।

মানিকচকের বিডিও করমবীর কেশব ব্লক চত্বরে থাকা প্রায় ১৫ টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়।ঘটনাস্থলে ডাকা হয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনীকে। এমনকি বেশ কিছু দালালকে চিহ্নিত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়।