‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। সন্তানের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার নিশ্চিত সংস্থান করে দেওয়াই প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন। কোভিড মহামারির সময় থেকে চরম অর্থনৈতিক সংকটের সাক্ষ্য হয়েছে বহু মানুষ। দেশবাসীর অন্ন নিশ্চিত করতে সেই সময় থেকেই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে নরেন্দ্র মোদীর সরকার।

এবার দেশের মানুষের মুখে সস্তায় ভাল চালের ভাত তুলে দিতে সরকার বাজারে এনেছে ‘ভারত রাইস’।এবার এই চাল যাতে সকলে কিনতে পারে, তার জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Modi Govt)।

কিন্তু কোথায় কবে থেকে পাওয়া যাবে ?

ভারত রাইস সমস্ত কেন্দ্রীয় ভাণ্ডারের ফিজিক্যাল ও মোবাইল আউটলেটে পাওয়া যাবে। এছাড়া মিলবে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) ও ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়ায় (NCCF) । ৬ ফেব্রুয়ারি থেকে এই চাল পাবেন সংশ্লিষ্ট আউটলেটে। সরকারি বিবৃতি অনুযায়ী, পরবর্তীকালে তা খুচরো বাজার এবং ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

 

আরো দেখুন:WB State Budget 2023:লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?