প্রথমদিনের মতো চতুর্থ দিনেও মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি। একইসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের সাফল্য কামনা করে মিষ্টি মুখ করালেন এদিন প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি।

প্রসঙ্গত,রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় ও ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডল ও প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে ২ রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হচ্ছে।ঠিক তেমনি এদিনও ১২ নম্বর ওয়ার্ডের পড়ুয়াদের বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হয়।একইসঙ্গে ফল,কেক,জলের বোতল এবং ঘরে তৈরি করা মিষ্টি তুলে দেওয়া হয়।শুধু তাই নয়,সকল পড়ুয়াদের অভিভাবকদেরও এই মিষ্টি তুলে দেওয়া হয় এদিন।এবং দলের কর্মীদের পাশাপাশি পথ চলতি মানুষদের হাতেও এদিন এই মিষ্টি তুলে দেন প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি।এছাড়াও পড়ুয়াদের শুভেচ্ছা জানাতে এদিন উপস্থিত ছিলেন,তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী,১২ নম্বর ওয়ার্ড সচিব অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন আজিজুল হোসেন মন্ডল জানান,- ওয়ার্ডের প্রত্যেকটি বাচ্চাদের বিনামূল্যে দুধ দিই।যেই দুধ অবশিষ্ঠ ছিল সেই দুধ কারিগর দিয়ে কাল রাত সাড়ে ১০ টা পর্যন্ত এই মিষ্টি বানানো হয়েছে।এবং সকাল ৭ টায় সেই মিষ্টি প্যাকেট করে পড়ুয়াদের ভালো নম্বরের সাফল্য কামনা করে এই মিষ্টি তুলে দেওয়া হলো।এদিন পৌরপিতা আরো কি বলেছেন শুনে নিন এরপর….

 

আরো দেখুন:Kangana Ranaut: কঙ্গনার কাছে সমালোচিত হয়েও তার সাথেই কাজ করতে সন্দীপ রেড্ডি বঙ্গা