পরীক্ষা চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না বাস ভাড়া! পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠনের এই সিদ্ধান্তে খুশির হাওয়া এলাকাজুড়ে।
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬৬,২২১জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩১,৮৬৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪,৩৫৭ জন।
এবার এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য দিতে হবে না বাসভাড়া, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এমনই সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন। সরকারি ও বেসরকারি বাসে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে দিতে হবে না কোন ভাড়া। পূর্ব মেদিনীপুরে মেন পরীক্ষা কেন্দ্র রয়েছে ৭৩ টি এবং সহযোগী পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৭ টি।
পূর্ব মেদিনীপুর জেলার বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয় যে,বাসে মাধ্যমিক এডমিট দেখালেই বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে পরীক্ষার্থীরা । সেই সঙ্গে সকাল ছটা থেকে পর্যাপ্ত বাস পাওয়া যাবে সমস্ত রাস্তায়। এছাড়াও যেখানে পরীক্ষা কেন্দ্র পড়বে, সেই স্থান পর্যন্ত বাস স্টপেজ না থাকলেও,পাওয়া যাবে বাসের পরিষেবা।