রাজারহাট নিউটাউনের লাউহাটি পূর্ব পাড়া তরুন সমিতির উদ্যোগে আট দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট।টুর্নামেন্টে উপছে পড়ল সাধারণ মানুষের ঢল।
সোমবার ইনসকালে জাতীয় পতাকা উত্তোলন, ক্লাবের পতাকা উত্তোলন এবং ফুটবল পায়ে মেরে,পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন রাজহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী। সারাদিন খেলা দেখতে মাঠে কানায় কানায় দর্শক ছিল পূর্ণ। খেলার সঞ্চালনা করেন চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জব্বার মোল্লা। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান মাধবী রায়। মূলত এই খেলা সার্বিকভাবে পরিচালনা এবং সহযোগিতায় ছিলেন সমাজসেবী জামাল উদ্দিন। এছাড়াও, যুগ্ম সম্পাদক জাহির আলী মোল্লা , এসরাইল মোল্লা,সভাপতি শংকর শীল প্রমুখ।
দিন ভর টান টান উত্তেজনার টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় বালিগড়ি সি আর সেভেন। ৪০ হাজার টাকা এবং মিরা মা স্মৃতি ট্রফি দেওয়া হয়। বসিনা রুকসনা এন্টারপ্রইজ হয় রানার্স। ৩৫ হাজার টাকা এবং হাজী মোজাম্মেল স্মৃতি ট্রফি দেওয়া হয়।
এই খেলায় প্রথম পুরস্কারের ট্রফি বিধায়ক তাপস চ্যাটার্জির মা মীরা মায়ের স্মৃতিতে প্রদান করা হয়। রানারস ট্রফি সমাজসেবী জামাল উদ্দিনের বাবা মরহুম হাজী গোলাম বারি মোল্লার নামে উৎসর্গ করা হয়।সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।
আরো দেখুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত বাদশাহি ডিম কোর্মা