সাইকেলে করে পাহাড় থেকে সমুদ্রে ভ্রমণ করলেন এক যুবক! তাও আবার মাত্র ৮ দিনে! কি করে করলেন এই অসাধ্য সাধন?

সাইকেল চালানো তো দূরের কথা, মাত্র ১ কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতেই মানুষ ভরসা করে দু-চাকা ও চার চাকার পেট্রোল বা ডিজেল চালিত গাড়িকে। সেখানে ৯০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে খবরের শিরোনাম উঠে এলেন বাংলাদেশের এক যুবক।

কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে বাড়ি মহম্মদ আল আমিন এর। একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে সে। ২২ শে জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু করেন দীঘার উদ্দেশ্যে। সারা দিনে গড়ে ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়েছে সে। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছেন এই যুবক।”হার্টকে সুস্থ রাখুন,সাইকেলিং এর অভ্যাস গড়ুন।” এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা দিলেন মহম্মদ আল আমিন। সাইকেলিং করে তিনি বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। সাইকেলিং এর সাথে সাথে তিনি সুইমিং এও পারদর্শী। আগামী দিনে লক্ষ্য তাঁর আইরন ম্যান হওয়ার।

এদিন রামনগরে আসার পর রামনগর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশী এই যুবককে সম্বর্ধনা প্রদান করে। প্রাক্তন সাংবাদিক তথা সাইকেলিং- প্রেমি শান্তনু সাহা রামনগরে মহম্মদ আল আমিন কে স্বাগত জানান।

 

আরো দেখুন:Rajarhat:রাজারহাট নিউটাউনের লাউহাটি পূর্ব পাড়া তরুন সমিতির উদ্যোগে আট দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট