সম্প্রতি মুক্তি পেতে চলেছে পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। ৬০ ও ৭০ দশকের এক ক্যাবারে ডান্সারের চরিত্র অবলম্বনেই সেজে উঠেছে এই কাহিনী।
মা হওয়ার পর একসাথে এত কাজ করা কতোটা চ্যালেঞ্জিং? জিজ্ঞাস করতে পূজা বলেন, ‘আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে,সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।’
কমার্শিয়াল বাংলা ছবিতে নায়িকাকে দর্শকের মনে ধরলেও বর্তমানে তাঁকে আর সেভাবে অভিনয় করতে দেখা যায় না। চিত্রনাট্য বেছে বেছে ছবি করছেন বলেই কী ? নায়িকার মতে- ‘এখন আর অত কমার্শিয়াল ছবি তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার ছবি তৈরি করবেন পরিচালকরা। কনটেন্ট বেসড ছবিতে আমায় কেউ নেয়ও না। সবাই আমাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায়, এই ধারার ছবিতে খুব একটা আমায় নিয়ে কেউ ভাবেনও না।’
প্রসঙ্গত, এই সিরিজে অভিনয় করাকালীন যে জার্নির মধ্যে দিয়ে গেছেন তা খুব এনজয় করেছেন পূজা (Puja Banerjee)। নিজের মুখেই জানিয়েছেন তিনি। বলিউড টালিউড এক হাতে কাঁপাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।
আরো পড়ুন: Kamal Mondal:কোমল মন্ডলের উদ্যোগে তিন দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা
Image source-Google