বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন গন্ধরাজ ভেটকির পাটিসাপটা। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
ভেটকি মাছ: ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি: ১ কাপ
কাঁচালঙ্কা কুচি: ২ চা চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
পার্সলে কুচি: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
গন্ধরাজ লেবুর রস: ২ টেবিল চামচ
গন্ধরাজ লেবুর খোসা: ১ চা চামচ
চালের গুঁড়ো: ১ কাপ
সুজি: ১/২ কাপ
ময়দা: ১/২ কাপ
জল: ১/২ কাপ
নুন: স্বাদমতো
সাদা তেল: ৪-৫ টেবিল চামচ
প্রণালী:
কাঁটা ছাড়া ভেটকি মাছ নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে কষিয়ে নিন। সেদ্ধ করা মাছ দিয়ে নাড়াচাড়া করে নিন।
এ বার ধনেপাতা, পার্সলে, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঝুরো ঝুরো হয়ে এলে পুর নামিয়ে ঠান্ডা করে নিন। একটি পাত্রে চালের গুঁড়ো, সুজি, ময়দা, নুন আর জল, গন্ধ লেবুর খোসা মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এ বার এই মিশ্রণ দিয়ে পাটিসাপটা বানিয়ে তার মধ্যে মাছের পুর দিয়ে মুড়িয়ে নিন। তৈরি হয়ে যাবে গন্ধরাজ ভেটকির পাটিসাপটা।
আরো পড়ুন: Recipe: এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত বাঁধাকপির পায়েস
Image source-Google

By Torsha