স্যাঁতস্যাঁতে শীত দক্ষিণবঙ্গে। তবে আজ শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। সপ্তাহান্তে সামান্য শীত কমবে এবং আকাশ পরিষ্কার থাকবে।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, একটি সম্ভাব্য বিরতিহীন মেঘলা পর্বের সাথে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস হবে। তবে আগামী দিনে পরিবর্তনশীল তাপমাত্রার একটি ধাপ অনুসরণ করবে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২২-২৪/১৪-১৬
👉বৃষ্টি:শূন্য
👉 মেঘলা: হালকা
👉 বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা
👉 বায়ু: উত্তর/পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉আদ্রঃ কম
👉 আরাম: ভালো
এদিন কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে সেই তাপমাত্রা কমে গিয়ে হতে পারে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন গন্ধরাজ ভেটকির পাটিসাপটা