বিধাননগর পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ঢালী পাড়া যুবক সংঘের উদ্যোগে এবং সুশান্ত সরদারের তত্ত্ববধানে সাড়ম্বরে শুরু হলো স্বামী বিবেকানন্দের স্মরণে বিবেক মেলা উৎসব।সামাজিক নানা কর্মসূচির মাধ্যমে বুধবার সন্ধ্যায় মহাসমারোহে প্রতিবছরের ন্যায় এবছরও শুরু হলো বিবেক মেলা উৎসব।

প্রসঙ্গত এইবছর এই বিবেক মেলা উৎসব পঞ্চম তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবছরই এই মেলাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন সেজে ওঠে ঢালী পাড়া চত্বর। এবছর ও অন্যথা হলো না।উদ্বোধনের দিনই উপচে পড়ল সাধারণ মানুষের ঢল।

একইসঙ্গে এই মেলা উপলক্ষ্যে এদিন শীত বস্ত্র, ও পুস্তক বিতরণ করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,২৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিনু মন্ডল,অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুশান্ত সরদার, গৌড়পদ দাস, রবিউল মল্লিক, শিশির গাইন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 

আরো দেখুন:Purulia:রাত পোহালেই পুরুলিয়া রূপসী বাংলা উৎসব!চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি