রাত পোহালেই শুরু পুরুলিয়া রূপসী বাংলা উৎসব।যা চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত!আর এই উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে পুরুলিয়া।একইসঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি!
মূলত,অন্যান্য জেলার মতো এবার পুরুলিয়ায় হতে চলেছে পুরুলিয়া উৎসব কমিটির উদ্যোগে পুরুলিয়া রূপসী বাংলা উৎসব!যা অনুষ্ঠিত হবে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে!আর এই উৎসবকে কেন্দ্র করে পুরুলিয়াবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে।
এদিন পুরুলিয়া উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন,- আমাদের পুরুলিয়া রূপসী বাংলা উৎসব এটা আগামী কাল থেকে শুরু হতে চলেছে এবং পাঁচ দিন ব্যাপী ধরে চলবে। বিশেষ করে আমাদের সারা জেলার ঐতিহ্য, সারা জেলার সংস্কৃতি এবং আমাদের জেলার বিভিন্ন বিষয় যে গুলো আমরা তুলে ধরতে চাই বিভিন্ন বিষয়ে যেখানে আমাদের জেলা এগিয়ে আছে! প্রত্যেক টা বিষয় এই মেলার মধ্যে তুলে ধরা হচ্ছে। এবং মেলাতে থাকছে বিভিন্ন জেলার হস্তশিল্প,পুস্প এবং বই মেলা! একইসঙ্গে থাকছে খাবারের দোকান, বিভিন্ন বিষয়ে আলোচনা সভা পর্যটন বিষয়ক যোগাযোগ,কর্মশালা,প্রত্যহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একইসঙ্গে ঐতিহ্যপূর্ণ এই মেলায় আরো নানা চমক থাকছে বলেই এদিন জানান পুরুলিয়া উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া।
তিনি আরো জানিয়েছেন, এই মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আরো দেখুন:Debadrita Basu: ছয় বার বিয়ে হয়ে গেছে রিল লাইফে, বাস্তবে কবে বিয়ে করছেন দেবাদৃতা?