কলকাতা পুলিশের নিয়োগের আগেই আয়োজিত হল ইন্টারভিউ! অভিনব উদ্যোগ মালদহ জেলা পুলিশের!

বড়সড় নিয়োগ কলকাতা পুলিশে! নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল। ইতিমধ্যেই লিখিত পরীক্ষা, মাঠ অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। শনিবার দিনভর মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল।

এরপর আগামী ১৮ই জানুয়ারি কলকাতা পুলিশের পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ। তার আগেই জেলার ছেলে, মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউ-এর অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশের পদস্থ কর্তারা। এদিন রীতিমতো ইন্টারভিউ বোর্ড করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন তারা। মূলত চাকরিপ্রার্থীদের মধ্যে ভয়-ভীতি, জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউ-এর উদ্দেশ্য বলে জানিয়েছেন মালদহ পুলিশের ডিএসপি আজহারউদ্দিন খান। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরিপ্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন। এখন পালা ফাইনাল ইন্টারভিউ দেওয়ার।

 

 

আরো দেখুন:CID:শিক্ষক নিয়োগের মামলায় সিআইডি-র জালে দুই!শুরু রাজনৈতিক চাপানউতোর