সন্দেশখালি কাণ্ডে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কয়েক শো বিজেপির নেতা, কর্মী, সমর্থক নিয়ে পায়ে হেঁটে মিছিল করে ন্যাজাট থানা ঘেরাও অভিযান শুরু করেন সুকান্ত।

অন্যদিকে, ন্যাজাট থানার পক্ষ থেকে থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর তিনটে বেরিকেট করা হলে, সুকান্ত মজুমদার ও তার নেতা-কর্মীরা পরপর দুটো ব্যারিকেড ভেঙ্গে দেন। তবে, থানার সামনের ব্যারিকেড ভাঙতে না পারায় সেখানে বসে পড়েন সুকান্ত মজুমদার-সহ তার অনুরাগীরা। এদিন সুকান্ত মজুমদার বলেন, ৭ দিন পার হয়ে গেলেও শেখ শাহাজানকে এখনও ধরতে পারল না প্রশাসন। পাশাপাশি যে সমস্ত দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল তাদেরকেও এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর তাই তাদের এই থানা ঘেরাও কর্মসূচি বলে জানা তিনি।

 

আরো দেখুন:CID:শিক্ষক নিয়োগের মামলায় সিআইডি-র জালে দুই!শুরু রাজনৈতিক চাপানউতোর