বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির জালে প্রাক্তন ডি আই ও প্রধান শিক্ষক। বৃহস্পতিবার তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে গ্রেফতার করা হয় তাদের। বুধবার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডি আই চাপেশ্বর সরদারকে গ্রেফতার করেছে সিআইডি। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

হাইকোর্টের নির্দেশে বর্তমান ডি-আই শুভাশিস মিত্র তমলুক থানায় এফ-আই-আর করেছিল। সেই এফ আই আর এ তৎকালীন ডিআই ও বর্তমান প্রধান শিক্ষকের নাম ছিল। ২০১৭ সালে নিয়ম বহির্ভূতভাবে প্রধান শিক্ষক তার নিজের ভাইপো শুভেন্দু হাটুয়াকে বিদ্যালয়ে নিয়োগ করেছিলেন। আর এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন ডি আই চাপেশ্বর সরদারেরও হাত ছিল, বলেও অভিযোগ। আর এদিন সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় তাদের। আজ তমলুক আদালতে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হয়েছে।

 

 

আরো দেখুন:Purba Medinipur:পড়ুয়াদের হাতের তৈরি সুস্বাদু খাবার নিয়ে অনুষ্ঠিত হল “ফুড ফেস্টিভ্যাল”!আনন্দে মাতলেন ছাত্রী থেকে শিক্ষিকা, অভিভাবক সকলেই