বিধানসভা নির্বাচনের পর আবার পুনরায় মীনাক্ষীর (Minakshi Mukherjee) উপর ভরসা করে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি বৃদ্ধির পরিচয় ঘটাতে মরিয়া বাম শিবির আগামীকাল অর্থাৎ ৭ই জানুয়ারি রবিবার বাম শিবির নতুন করে আবার এক নতুন অগ্নিপরীক্ষার মাধ্যমে সামনে আনতে চলেছে মীনাক্ষীকে।

প্রসঙ্গত বলা যায়, বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই ৪৪ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হিসেবে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডি ওয়াই এফ আই। আর এই সমাবেশ থেকে পরিষ্কার হয়ে যাবে আগামী দিন মীনাক্ষী মুখার্জীকে (Minakshi Mukherjee) আগামী প্রজন্ম এবং মানুষ কিভাবে গ্রহণ করছে। এ বিষয়ে রাজনৈতিক মহলের ধারণা বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো হেভি ওয়েট প্রার্থী কাছে বামেদের নতুন মুখ হিসেবে মীনাক্ষী মুখার্জী যেভাবে লড়াই দিয়েছিল কাজে বৃথা যাবে না এমনটাই মনে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত বলা যায় ইনসাফ যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে পদযাত্রাতে মানুষের সারা পাওয়া গেছে থেকে প্রমাণ পাওয়া যায় নতুন যুব সমাজের কাছে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা সত্যি তাৎপর্যপূর্ণ তাই ব্রিগেড সমাবেশে মীনাক্ষীর বক্তব্যর দিকে যেমন তাকিয়ে থাকতে রাজনৈতিক মহল ঠিক তেমনভাবেই আগামী লোকসভা নির্বাচনের আগে বামেদের ভিত হিসাবে মীনাক্ষী কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার দিকে তাকিয়ে থাকতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি। এছাড়া বলা যেতে পারে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে ইনসাফ যাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কত টাকা কালেকশন হয়েছে তা প্রকাশ্যে হিসাব দেবেন ব্রিগেডের ময়দান থেকে মীনাক্ষী মুখার্জী (Minakshi Mukherjee) সেই সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন আমরা ভালো সাড়া পেয়েছি ডিজিটাল কালেকশন তাই মীনাক্ষীর হাত ধরে বাম শিবির যেমন আর্থিকভাবে লাভবান হয়েছে আগামীকালের ব্রিগেড সমাবেশে সত্যিই কি লোকসভা ভোটের আগে মামিদের যুব সংগঠনের এই সমাবেশ নতুন কোন অক্সিজেন দিতে চলেছে তার দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের ধারণা এই প্রথমবার ব্রিগেডের সমাবেশে সাদা চুলের বদলে প্রধান বক্তা হিসেবে আকর্ষণ করছে কালো চুলের মীনাক্ষী তাই দুর্নীতি এবং কর্মসংস্থান ইস্যুতে বামেদের সমাবেশ কার্যত লোকসভা ভোটের আগে সিপিএম শিবিরে এক বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে।

আরও পড়ুন:Recipe: বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন নুডলস কাটলেট

By Sk Rahul

Senior Editor of Newz24hours