সম্প্রতি মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত “কাবুলিওয়ালা”। এই ছবি যেমন ফিরিয়ে এনেছে নস্টালজিয়া, তেমনই ছবিতে মিঠুন ও অনুমেঘার জুটি মন কেড়েছে সকলের।
তবে এত বছর ধরে সিনেমা বানালেও নিজের বাবাকে নিজের তৈরি সিনেমা দেখানো হয়নি সুমনের (Suman Ghosh)। অবশেষে পূরণ হলো সেই ইচ্ছা। নিজের বৃদ্ধ বাবাকে নিয়ে হলে পৌঁছে গেছিলেন সুমন। ছবি তুলে তা পোস্ট করেছেন সোস্যাল মিডিয়ায়।
ছবির নীচে সুমন লিখছেন, ‘আমার তৈরি কাবুলিওয়ালার সবচেয়ে বিশেষ দর্শক। আমার ৯৩ বছরের বাবা আজ আমার সঙ্গে বসে কাবুলিওয়ালা দেখলেন। যখন থেকে বাবা শুনেছেন আমি কাবুলিওয়ালা নিয়ে ছবি তৈরি করছি, তখন থেকেই তিনি ভীষণ আগ্রহী কাজটা নিয়ে। তবে গতবছর এই ছবিটি মুক্তির সময় ওঁর শারীরিক অবস্থা ঠিক ছিল না। তাই সেই সময়ে ছবিটা উনি দেখতে পারেননি। এখন উনি অনেকটা সুস্থ, তাই আজ ছবিটা দেখে ফেললেন। আজ আমার কাজ যেন সম্পূর্ণ হল। ভগবানের অশেষ কৃপা। আশীর্বাদপ্রাপ্ত বলে মনে হচ্ছে নিজেকে।’
আরও পড়ুন:Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন আলুর খাস্তা কচুরি
Image source-Google