নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর!আহত ৬ ছাত্রী-সহ এক মহিলা!ক্ষুব্ধ এলাকাবাসী!
নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার থানার বাজিতপুর এলাকার দোকানে ঢুকে পড়ল একটি ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় আহত ৬ স্কুল ছাত্রী-সহ এক মহিলা। জানা গেছে, আহতরা প্রত্যেকে ভালুকা হাই স্কুলের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রতুয়া থেকে ভালুকার দিকে একটি খালি ট্রাক্টর আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার বাজিতপুর কলোনির কাছে রাস্তার ধারে একটি দোকানে ঢুকে যায় সেটি। ঠিক সেই সময় রাস্তার ধার দিয়ে ছয় জন স্কুল পড়ুয়া বাড়ি ফিরছিল। যার জেরে তাদেরকেও ধাক্কা মারে ওই ট্রাক্টরটি।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি ওই স্কুল ছাত্রীদের প্রথমে ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এহেন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এরপরই ওই এলাকায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং অবরোধ তুলতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বলা ভালো, অবরোধকারীদের সাথে ধস্তাধস্ত- ও হয় পুলিশের। প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে, এখনও কোনো গ্রেফতারির খবর পাওয়া যায়নি।
আরো দেখুন:Kaushik Ganguly: বাংলায় মৌলিক গল্পের অভাব মেটাতে নতুন উদ্যোগ নিলেন গাঙ্গুলী পরিবার