ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ফের গা ঢাকা দিল শীত। কলকাতায় এক ধাক্কায় এক ডিগ্রি বাড়লো (Weather Update) পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, আগামী দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, পরবর্তীতে পরের সপ্তাহের শুরুতে আবার তাপমাত্রা এবং পরের সপ্তাহের মাঝামাঝি থেকে আবার বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৫-২৭/১৫-১৭
👉বৃষ্টি: শূন্য
👉মেঘলা: ঝাপসা
👉বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা
👉 বায়ু: উত্তর/পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉 আর্দ্র: কম
👉 আরাম: ভালো
আরও পড়ুন: Suman Ghosh: কাকে নিয়ে নিজের সিনেমা দেখাতে গেলেন “কাবুলিওয়ালা”র পরিচালক? চলুন দেখে নিই