খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন পাউরুটির বড়া। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

১. পাউরুটি ৮ টুকরো

২. তরল দুধ এক কাপ

৩. ডিম একটি

৪. পেঁয়াজ কুচি এক কাপ

৫. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো

৬. চিনি আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. মরিচের গুঁড়া এক চা চামচ

৯. বেকিং পাউডার আধা চা চামচ ও

১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে পাউরুটি নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। দু’পাশ উল্টে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।

আরো পড়ুন:Recipe: বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন ডালিয়ার খিচুড়ি

Image source – Google

By Torsha