বছরের শেষ দিনে কুয়াশাচ্ছন্ন আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা নেমেছে ১ থেকে ২ ডিগ্রির মতো। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। রেল ও বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে। বেশ কিছু জায়গায় ট্রেন বাতিল করা হয়েছে।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, অনেক এলাকায় কুয়াশার সম্ভাবনা, নিরাপদে গাড়ি চালানোর সতকর্তা করা হয়েছে। এছাড়াও ডিসেম্বরের এই শেষ দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের উপরে থাকবে এবং উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে শীত বাড়ার সম্ভবনা।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৫-২৭/১৬-১৮
👉বৃষ্টি: শূন্য
👉মেঘলা: হালকা
👉বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা
👉 বায়ু: উত্তর/পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉আদ্রঃ পরিমিত
👉 আরাম: ভালো
আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন:Recipe: বাচ্ছাদের বানিয়ে নিন চকোলেট স্পঞ্জ কেক