খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন চকোলেট স্পঞ্জ কেক। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

১. ডিম ৪টি

২. চিনি আধা কাপ ও ১ টেবিল চামচ

৩. তেল আধা কাপ

৪. ময়দা এক কাপ

৫. কোকো পাউডার ৪ টেবিল চামচ

৬. বেকিং পাউডার ১ টেবিল চামচ

৭. কফি পেষ্ট ১ টেবিল চামচ ও

৮. লবণ সামান্য।

পদ্ধতি:

প্রথমে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ চেলে নিতে হবে।

ডিমের সাদা অংশের সঙ্গে চিনি মিশিয়ে ইলেকট্রিক বিটারে ২-৩ মিনিট বিট করে নিন। চিনি অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে বিট করতে করতে।

এর সঙ্গে ৪টি ডিমের কুসুম ও একটি আস্ত ডিম দিয়ে বিট করতে হবে। পরে শুকনা উপকরণ ও তেল দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে।

মোল্ড রেডি করে রাখতে হবে। বেটার রেডি হলে মোল্ডে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস ৩৫-৪০ মিনিট বেক করতে হবে। তাহলেই তৈরি চকোলেট স্পঞ্জ কেক।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত নলেন গুড়ের পায়েস

Image source – Google

By Torsha