ক্রিসমাসে কেক না হলে হয় নাকি।কেক ভালোবাসা না এমন মানুষ খুব কমই আছে। ছোট থেকে বড় সবাই ভালবাসে চকলেট।কাপ কেক ( christmas cupcake)বানানোর জন্য প্রথমে  দুধ, মাখন, ভ্যানিলা এসেন্স, চিনি, ডিম ও ময়দা এবং বেকিং পাউডার একত্রে একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে মসৃণভাবে বিট করে নিন। বেকিং ট্রেতে পেপার কাপ সাজিয়ে নিন। প্রতিটি কাপের দুই-তৃতীয়াংশ ভরে কেকের মিশ্রণ ঢেলে নিন। প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন।

যদি কাঁচি বা ছুরিতে কেকের অংশ আঠালোভাবে লেগে থাকে, তাহলে আরও ৫ থেকে ৭ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে কেক ঠান্ডা হলে একটি ধারালো ছুরি দিয়ে প্রতিটি কাপকেকের উপরি ভাগ গোল করে কেটে নিন। কাটা অংশগুলো মাঝখান থেকে কেটে দুই টুকরা করে একটি আলাদা প্লেটে রাখুন।

প্রতিটি কাপকেকের ( christmas cupcake)গর্তে প্রথমে জ্যাম এবং তার ওপর হুইপড ক্রিম কিছুটা দিয়ে দিন। এবার কাটা অংশগুলো কেকের ওপরে বসিয়ে দিন। এবার চেরি বসিয়ে একটু আইসিং সুগার ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাপ কেক।

আরো পড়ুন:Tripti Dimri: তৃপ্তির থেকে বেশি বাহবা প্রাপ্য রশ্মিকার, এমনটাই বলছেন অ্যানিমাল ছবির প্রযোজক

Image source-Google

By Torsha