বিধাননগর পৌরনিগম ২৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মন্ডলের উদ্যোগে দুয়ারে সরকার শিবির।সাধারণ মানুষ সবরকম সুবিধা পাচ্ছেন কিনা,জানতে শিবির পরিদর্শনে করলেন পৌরমাতা ঝুঙ্কু মন্ডল।পৌরমাতার এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন এদিন এলাকার সকল সাধারণ মানুষ।

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৫ ই ডিসেম্বর অর্থাত্‍ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।যা চলবে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে বিধাননগর পৌরনিগম ২৩ নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌরনিগম ২৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মন্ডলের উদ্যোগে মঙ্গলবার অর্থাৎ ২৬ শে ডিসেম্বর গোবর্ধন প্লেয়িং গ্রাউন্ডের সামনে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির।

এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের পাশে সবসময় থেকে তাদের প্রতি নিজের কর্তব্য বজায় রাখে ঝুঙ্কু মন্ডল।একইসঙ্গে জানান,মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে আসতে প্রধানমন্ত্রী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হবে।

 

 

আরো দেখুন:Tripti Dimri: তৃপ্তির থেকে বেশি বাহবা প্রাপ্য রশ্মিকার, এমনটাই বলছেন অ্যানিমাল ছবির প্রযোজক