বর্তমানে বলিউডের প্রতিষ্ঠিত নায়কদের মধ্যে অন্যতম হলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। আলাদা করে তার সাথে আলাপ করানোর দরকার পড়েনা এখন। তবে জানেন কি? এক সময় তাকে বনশালির সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন ‘মেরি কম, আলিগড়, সর্বজিৎ এবং ঝুন্ডের মতো ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সিং। যদিও সন্দীপের কথা অনুযায়ী এখন আর তাকে দেখলে চিনতে পারেন না কার্তিক (Kartik Aaryan)।

এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, ‘কেরিয়ারে শুরুর দিকে কার্তিক আমাকে কাছের বন্ধু বলেই ভাবত। আমি যা বলতাম, সেই কথাগুলি ও মনের মধ্যে রেখে দিত। তবে এখন আর কার্তিক আমার মেসেজের উত্তরও দেয় না।’ সন্দীপের কথায়, ‘আমি জানি যে আমি ওকে তিরস্কার করেছি। হয়তো আমি কার্তিককে ২-৩ বার বকাঝকাও করেছি কিন্তু আমরা একসঙ্গে ১০০ বার হেসেছি। সেকথা ভুলে গেলে কীভাবে চলবে? যদি আমি ওকে বকাঝকা করি, তবে সেটা ওর ভালোর জন্যই করেছি। ও নিশ্চয়ই কিছু ভুল করেছিল।’

প্রযোজক সন্দীপের কথায়, ‘হ্যাঁ, আমি অবশ্যই ওকে ১০০ শতাংশ তিরস্কার করেছি তবে এর অর্থ এই নয় যে ও এই বিষয়গুলি মনের মধ্যে গেঁথে নেবে। আজ তোমার অনেক বন্ধু আছে কারণ তুমি তারকা। তবে তারারা রাতে জ্বলে এবং দিনে অদৃশ্য হয়ে যায়। তাই আমার মনে হয় আগে একজন মানুষ হও, তারকা নয়। কার্তিকের একটা শক্তপোক্ত বন্ধু গ্রুপ রয়েছে, শুধুমাত্র খ্যাতির কারণে, তাঁদের ভুলে যাওয়া উচিত নয়’।

সন্দীপ সিং আরও বলেন, ‘কয়েকদিন আগে কার্তিক যখন সঞ্জয়লীলা বনশালি স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, স্যার ওকে মনে করিয়ে দেন যে তোমার মনে আছে তো সন্দীপ আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল’। সন্দীপ আরও বলেন, সঞ্জয় স্যার ওর ভুল শুধরে দিয়ে বলেছিলেন কেন তিনি সঞ্জয় দত্তের মতো করে হাঁটেন! বনশালি প্রায় ১০ বছর আগে কার্তিককে একথা বলেছিলেন।’

আরো পড়ুন:আকন্দ কেশরী নেতাজী তরুণ সংঘের পরিচালনায় নক আউট ফুটবল টুর্নামেন্ট

Image source-Google

By Torsha