সকাল থেকেই আকাশ (Weather Update) পরিষ্কার। কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রাতে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ শীত যেমন রয়েছে তেমনিই থাকবে। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, আগামীকালও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাই ঠান্ডা থেকে নিরাপদ থাকুন কারণ উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে।এদিকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই এই সপ্তাহান্ত থেকে ধীরে ধীরে বাড়বে এবং ডিসেম্বরের শেষ অবধি থাকবে বলে আশা করা হচ্ছে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ২৩-২৫/১২.৫-১৪.৫
👉বৃষ্টি: শূন্য
👉মেঘলা: ঝাপসা
👉 বাতাসের গতি: মাঝারি
👉 বায়ু: উত্তর/পশ্চিম দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉 আর্দ্র: কম
👉 আরাম: ভালো
আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:এবার যুবকদের বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার,এর জন্য কি করতে হবে?