বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন মিষ্টি আলুর বল। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

২টো রাঙা আলু, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচানো, ২ টেবিল চামচ ময়দা,

২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো,

কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ব্রেড ক্রাম্বস পরিমাণমতো, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল।

প্রণালী:

খোসা সমেত মিষ্টি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে চটকে নিন। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো এবং ময়দা দিয়ে আলুটা ভালো করে মেখে নিন।

একটি ছোটো বাটিতে পরিমাণমতো জল নিয়ে তাতে কর্ন ফ্লাওয়ার গুলে রাখুন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস ঢেলে রাখুন। কড়াইতে তেল গরম হতে দিন। এ বার আলুর মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বানিয়ে প্রথমে কর্ন ফ্লাওয়ারে ডুবিয়ে নিন। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো ভাবে কোট করে গরম তেলে ছাড়ুন। কম আঁচে ভাজবেন। লালচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। টিস্যু পেপারে রাখবেন, তাহলে অতিরিক্ত তেল শুষে নেবে। টমেটো সস এবং পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন মিষ্টি আলুর বল।

আরো পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন আফগানি পনির

Image source-Google

By Torsha