উত্তর ২৪ পরগনার মধ্যে প্রথম বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সোনার আংটি পরিয়ে সম্বর্ধনা জানানো হলো।উচ্ছসিত গোটা এলাকাবাসী!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যুবসমাজের আইকন অভিষেক ব্যানার্জির প্রচেষ্টায় এবং সাংসদ কাকলী ঘোষ দস্তিদার ও বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় শনিবার সন্ধ্যায় নওপাড়া ষষ্ঠী তলায় টেস্ট পেপার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিধানগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডল।আর সেখানেই ১২ নম্বর ওয়ার্ডের ৮৫ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে WBTA টেস্ট পেপার বিতরণ করা হয়।
একইসঙ্গে এদিন মাধ্যমিক পরীক্ষার্থীর মতো উচ্চমাধ্যমিকে ১২ নম্বর ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পড়ুয়া কুইন ইভানা হালদারকে সোনার আংটি দেওয়া হয়।রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি নিজে সেই আংটি পরিয়ে দেন মেধাবী ওই পড়ুয়ার হাতে।
প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধি,এবং বিধায়ক তাপস চ্যাটার্জি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস,তারক চক্রবর্তী,অলোক মন্ডল, ইউনুস তরফদার, মিরাজ তরফদার,১২ নম্বর ওয়ার্ড সচিব অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।
আরো দেখুন:৬ টাকার ডিয়ার লটারিতে এবার এককোটি টাকা পেল মুর্শিদাবাদের সুতির মধুপুরের জাহাঙ্গির আলোম