বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ফুলকপির রোস্ট।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১. ফুলকপি ১টি

২. আদা ১ চা চামচ

৩. কাঁচা মরিচ ২-৩টি

৪. টকদই ২ টেবিল চামচ

৫. কাজু বাদাম ৬-৭টি

৬. পোস্ত বাটা ১ টেবিল চামচ

৭. জিরার গুঁড়া ১ চা চামচ

৮. ধনে গুঁড়া ১ চা চামচ

৯. মরিচের গুঁড়া ১ চা চামচ

১০. শুকনো মরিচ ১টি

১১. ছোট এলাচ ২টি

১২. লবঙ্গ ২-৩টি

১৩. দারুচিনি ১টি

১৪. তেজপাতা ১টি

১৫. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

১৬. ঘি ২ চা চামচ

১৭. সরিষার তেল ১ চা চামচ

১৮. সাদা তেল ২ টেবিল চামচ

১৯. চিনি ২ চা চামচ

২০. লবণ পরিমাণমতো।

পদ্ধতি:

প্রথমে কাজুবাদাম, পোস্ত, আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। এরপর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিন। জল ঝরিয়ে রাখুন।

এরপর কাজু, পোস্ত, ফেটানো টকদই, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া ও সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন।

এবার কড়াইতে তাতে সাদা তেল ও ঘি একসঙ্গে গরম হতে দিন। এর মধ্যে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মসলা, শুকনো মরিচ ও তেজপাতা। একটু ভেজে নিয়ে আদা ও মরিচ বাটা দিয়ে দিন।

তারপর মেরিনেট করা ফুলকপি দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিন। ফুলকপি সেদ্ধ হয়ে যাবে।

তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প গরম জল ঢেলে দিয়ে ফুটতে দিন। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে এলে চিনি ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন। ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির রোস্ট।

আরও পড়ুন:Parambrata Chattopadhyay: ট্রোলিং-এর বিরুদ্ধে এবার মুখ খুললেন পরমব্রত, কি বললেন তিনি?

Image source-Google

By Torsha