বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান!একইসঙ্গে স্থাপন করা হলো মা ষষ্ঠীর শীলা মূর্তি!ধর্ম,বর্ন নির্বিশেষে অনুষ্ঠানে উপচে পড়ল সাধারণ মানুষের ঢল!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায়, ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়,এবং সাংসদ ও বারাসাত সংসদীয় জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার ও রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় এবং বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন পৌরপ্রতিনিধি উদ্যোগে শনিবার সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিধান নগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ন’পাড়া ষষ্ঠী তলাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।একইসঙ্গে এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ষষ্ঠী তলাতে মা ষষ্ঠীর শীলা মূর্তি স্থাপন করা হয়।
রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,এবং বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরপ্রতিনিধি মমতা মণ্ডল,এবং প্রাক্তন পৌরপ্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডলের হাত দিয়ে এদিন মা ষষ্ঠীর শীলা মূর্তির স্থাপন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক তাপস চ্যাটার্জি,এবং ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান এবং প্রাক্তন পৌরপ্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন,তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী,১২ নম্বর ওয়ার্ডের সচিব অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
রাজারহাট নিউটাউন থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট