মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজারহাট নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জির হাত ধরে দীর্ঘ ২ বছর পর ফের দলীয় পতাকা হাতে তুলে নিলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল।

 

২০২২ সালের বিধাননগর পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের ভাতৃবধু মমতা মণ্ডল।সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।তবে দল ছাড়লেও,দলের কাজ অক্ষরে অক্ষরে পালন করে গেছেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা ও প্রাক্তন পৌরপিতা।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজারহাট নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে ও দলের সকল কর্মী বৃন্দদের তৎপরতায় আবারও দলীয় পতাকা হাতে তুলে নিলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল।

শুক্রবার চিনারপার্কে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাড়াও, আমজনতা সুবিশাল এক মিছিলের মাধ্যমে এই যোগদান শিবিরে অংশগ্রহণ করেন।আর এদিন তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও এদিনের এই যোগদান শিবিরে মঞ্চ পরিণত হয়েছিল চাঁদের হাটে।উপস্থিত ছিলেন,বিধায়ক তাপস চ্যাটার্জি,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল,আরাত্রিকা ভট্টাচার্য,টাউন সভাপতি অচিন্ত্য মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।সকলের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দলের পতাকা হাতে তুলে নেন বিধাননগর পৌরনিগম 12 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল।এবং আগামীদিনে তৃণমূল কংগ্রেস দলের সমস্ত কাজকর্ম হাতে হাত মিলিয়ে করার অঙ্গীকার বদ্ধ হন তারা।

সব মিলিয়ে এদিনের এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে সকল কর্মী বৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো!

 

 

আরো দেখুন:দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা,প্রকাশ্যে এনসিআরবি চাঞ্চল্যকর রিপোর্ট!কি বলছে তথ্য?