অবশেষে টলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) বিয়ে। বিদেশিনী বন্ধু ইকার সাথে দূরত্ব বাড়ানোর পরেই সঙ্গীতশিল্পী ও সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। যদিও তার অপর পরিচয় তিনি অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।সোমবার খুব সাধারণভাবে নিজেদের বিয়ে সারবেন তারা।
কিন্তু বিয়ে করে যেনো এক ঝামেলাতেই পড়েছেন এই নব দম্পতি। অনুপম রায়ের সাথে বিচ্ছেদের পর পরমব্রতর (Parambrata Chattopadhyay) সাথে পিয়ার সংসার পাতা নিয়ে ট্রোলিং-এর শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখার উপায় নেই। চারিদিকে মিমের ছড়াছড়ি।
অবশেষে পিয়ার নাম না করেও তাঁর সমর্থনে কথা বলেছেন অভিনেতা আবির পত্নী নন্দিনী। তিনি লেখেন, ‘আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না কোনও এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয়, তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিঁখুত-সুন্দর হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’
নন্দিনীর এই পোস্টে তাঁকে সমর্থন করে উত্তর দেন পিয়া। তিনি লেখেন, ‘ট্রোলিং অত্যন্ত টক্সিক। আমিও বুঝেছি সময়ের সঙ্গে, তুমিও জেনে রাখো- নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে, এসব ধুলোর মতো মিলিয়ে যায়। আমাকে আর স্পর্শ করে না এগুলো। অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমার এই উপলব্ধ হয়েছে। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।’
আরো পড়ুন: Rudranil Ghosh: পরমব্রত ও পিয়ার বিয়ের ট্রোলিং নিয়ে জবাব দিলেন রুদ্রনীল
Image source-Google