শাড়ি, গয়নায় দেখলে বোঝা দায় ইনি এক পুরুষ। মনে হয় যেনো এক মারাঠি মহিলা। তবে জানা গেলো তিনি কোনো মহিলা নন, আদতেই এক পুরুষ। জানালেন নিজেই সেই কথা। এই মুহূর্তে কালার্স বাংলার ‘তুমিই যে আমার মা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুমন (Suman Dey)। আর সিরিয়ালের স্বার্থেই এমন সেজেছেন তিনি।

আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বললেন, ‘‘পুরোটাই গল্পের প্রয়োজনে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে অনি এ বার আরোহীর মন জিতে নিতে চায়। তাই ছদ্মবেশের আড়ালে ওর খাবারের হোম ডেলিভারিতে সাহায্য করবে।’’

চরিত্র প্রসঙ্গে সুমন (Suman Dey) বললেন, ‘‘চরিত্রটি মরাঠি। সুইটি কিন্তু খুব ভাল মোটরবাইক চালায়। আগামী দিনে খাবার নিয়ে আরোহীকে বাড়ি বাড়ি পৌঁছেও দেবে সে।’’

প্রথম মেয়ের চরিত্রে অভিনয় করতে কেমন লাগলো অভিনেতার? সুমন বললেন, ‘‘প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু পরে চিত্রনাট্য পড়ে দেখলাম গল্পের প্রয়োজনেই তৈরি করা। তা ছাড়া নতুন চ্যালেঞ্জ। তাই রাজি হয়ে গেলাম।’’

সুমনের কথায়, ‘‘অভিনেতা হিসেবে এ রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিলই। এ ক্ষেত্রে কমল হাসন অভিনীত ‘চাচি ৪২০’, অক্ষয় কুমারের ‘লক্ষ্ণী’ নতুন করে দেখলাম।’’

মহিলা চরিত্রে অভিনয় করছেন বলে হতে পারে ট্রোলিং। কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ সুমন। অকপটে বললেন, ‘‘হলে তো ক্ষতি নেই। তাতে তো আমাদের সিরিয়ালেরই টিআরপি বাড়বে। তা ছাড়া আমাকে অনুরাগীরা চেনেন। শুনেছি অনেক এ রকম অভিনেতাই রয়েছেন, যাঁরা নাকি ট্রোলিংয়ের পর বিখ্যাত হয়েছেন। তাই ভয় পাচ্ছি না।’’

আরো পড়ুন: আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্বর্ণপদক জয়ী খুদে অংশগ্রহণকারী!৭টি দেশের সাথে লড়ে ভারত পেল ১৩টি স্বর্ণপদক!আর কোন কোন পুরস্কার এল ভারতের ঝুলিতে?

Image source-Google

By Torsha