জঙ্গলে খাবারের অভাব মেটাতে লোকালয়ে বানরের দল!সুন্দরবনে বানরের তাণ্ডবে নষ্ট বিঘা বিঘা জমির ধান!মাথায় হাত কৃষকদের!

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২নং সামশেরনগর ও ৪নং সামশেরনগরের কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়ে আসা বানরের দল। ওই গ্রামের পাশেই সুন্দরবনের কুঁকড়েখালি নদী পেরিয়ে কুুঁকড়েখালি জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল। আর তার জেরেই ধানের জমিতে তান্ডব চালাচ্ছে সারি সারি বানর। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেখা দিয়েছে সুন্দরবনের কৃষকদের মধ‍্যে।

স্থানীয় সূত্রে খবর, জঙ্গল থেকে বাঁদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে, ধান গাছ নষ্ট করছে যার ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকরা। ইতিমধ্যেই কালিতলা গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানালে তার কোনো সমাধান না মেলায় নিরুপায় কৃষকরা ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়ে জমির ফসল বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু তাতেও রক্ষা করা যাচ্ছে না ফসল!

সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ ততই বাড়ছে! পুরো বিষয়টি বসিরহাট ফরেস্ট রেঞ্জের ঝিঙ্গাখালি বিটের বনদপ্তরের আধিকারিকদের জানানো হলে গ্রামবাসীদের দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা।

 

আরো দেখুন:মিড ডে মিলের ডাল-চালে কিলবিল করছে পোকা!কোনো উপায় না পেয়ে শিশু শিক্ষা কেন্দ্র ঘিরে বিক্ষোভ অভিভাবকদের